সকল খবর দেশের খবর

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ পরিপত্র

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৬-১-২০২৬ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১১

নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশন সাংবাদিক নীতিমালা অনুযায়ী নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের পরিচয়পত্র প্রদান করে থাকে। গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ২৯(গ) অনুযায়ী রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত সাংবাদিকরা নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রণীত নীতিমালা-২০২৫ এর ক্রম ১০ অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

পরিপত্রে উল্লেখ করা হয়, সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য https://pr.ecs.gov.bd/ পোর্টালে আবেদন করা যাবে। অনুমোদিত আবেদনকারীরা অনলাইনে নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত কিউআর কোড যুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে পত্রের মাধ্যমে জানানো হবে।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তারা কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের যথার্থতা যাচাই করতে পারবেন বলেও পরিপত্রে জানানো হয়েছে।

এ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৪(ক) অনুযায়ী, নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীকে সংবাদ সংগ্রহে বাধা প্রদান, শারীরিক ক্ষতি করা বা দায়িত্ব পালনে ব্যবহৃত সরঞ্জামের ক্ষতি সাধনের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন এবং আইন অনুযায়ী দণ্ডিত হবেন।

পরিপত্রে আরও বলা হয়, নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের নীতিমালা-২০২৫ অনুযায়ী দায়িত্ব পালনের ক্ষেত্রে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করবে।

এছাড়া ভোটকেন্দ্রের ভেতরে স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রিজাইডিং অফিসারগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ বজায় রেখে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।