সকল খবর দেশের খবর

অফিসার্স ক্লাবের ১০৬ সদস্যের সদস্যপদ স্থগিত

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ১৯-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮৪

সিভিল সার্ভিস কর্মকর্তাদের সর্বোচ্চ সংগঠন ‘অফিসার্স ক্লাব’ এর বর্তমান কমিটি ১০৬ জন সদস্যের সদস্যপদ স্থগিত করেছে। স্থগিত সদস্যদের মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ ৭০ জন সচিব, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, সাবেক সংসদ সদস্য এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা অফিসার্স ক্লাবকে রাজনৈতিক আখড়ায় পরিণত করেছে।

গত বছরের ৩০ নভেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি তা কার্যকর করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সদস্যপদ স্থগিত হওয়া কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজন বর্তমানে কারাগারে আছেন।

এ বিষয়ে সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, "বিনা কারণে আমাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে, অথচ ক্লাব কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর নোটিশ দেয়নি। আমি তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক, অথচ বিনা কারণে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।"

অফিসার্স ক্লাবের চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক এবিএম আব্দুস সাত্তারকে বারবার ফোন করেও কোনো উত্তর পাওয়া যায়নি।

সদস্যপদ স্থগিত হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন:
সাবেক মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন
সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ
সাবেক জনপ্রশাসন সচিব আব্দুস সোবহান সিকদার
সাবেক সচিব ইকবাল মাহমুদ
সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক
সাবেক পুলিশ আইজিপি বেনজীর আহমেদ
সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার
সাবেক সচিব সুরাইয়া বেগম
সাবেক সচিব মো. সালাহ উদ্দিন
সাবেক এপিডি মো. নাজমুছ সাদাত সেলিম
এছাড়া আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তার নাম তালিকায় রয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষ তাদের সদস্যদের আচরণ ও কার্যকলাপ সম্পর্কে কঠোর বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। তবে, বিষয়টির পেছনে আরও কিছু রাজনৈতিক বা প্রশাসনিক অঙ্গসংগঠনের প্রতি পক্ষের বিরোধের ইঙ্গিত রয়েছে, যা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে।