উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা দিতে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল পাঠাচ্ছে ভারত। ইতোমধ্যে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ দলটি প্রস্তুত রয়েছে এবং শিগগিরই তারা ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন।
আজ বুধবার (২৩ জুলাই) ভারতীয় হাই কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ২১ জুলাই ঢাকায় সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন এবং দগ্ধদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
পোস্টে আরও বলা হয়, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সদের একটি দল বাংলাদেশে পাঠানো হচ্ছে। তারা সরেজমিনে রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজন হলে তাদের ভারতে স্থানান্তর করে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার বিষয়েও সুপারিশ করবেন।
ভারতীয় হাই কমিশন জানায়, আক্রান্তদের সার্বিক অবস্থা এবং চিকিৎসকদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে আরও চিকিৎসক দল পাঠানো হতে পারে।
এর আগে, দুর্ঘটনার পরদিন মঙ্গলবার (২২ জুলাই) ভারতীয় হাই কমিশন জরুরি ভিত্তিতে বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরে একটি চিঠি পাঠায়। চিঠিতে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার বিষয়ে সম্ভাব্য ভারতীয় সহযোগিতার কথা জানানো হয় এবং প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়।
উল্লেখ্য, ২১ জুলাই রোববার দুপুরে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি দগ্ধ হন এবং প্রাণহানির ঘটনাও ঘটে।