স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অপারেশন ডেভিল হান্টের’ আওতায় অপরাধী যেই হোক না কেন, কেউ রেহাই পাবে না। যেসব ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত, তারা সবাই আইনের আওতায় আসবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে ভারতের উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, স্থানীয় জনগণ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যথাযথ জবাব দিয়েছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, কোনো নিরাপরাধ ব্যক্তি যেন মিথ্যা মামলার শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। মিথ্যা মামলায় হয়রানির কোনো ঘটনা ঘটলে তা গুরুত্বসহকারে দেখা হবে।
তিনি আরও বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা ও খেজুরের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দেশে সার সংকটও নেই, তবে কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায়। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান থাকবে, এবং সমাজের ছোট-বড় সব ধরনের অপরাধী এতে ধরা পড়বে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।