সকল খবর দেশের খবর

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার ঘোষণা !

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ১৬-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১০০

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না। তিনি একে নাগরিকদের অধিকার হিসেবে উল্লেখ করেন এবং বলেন, "পাসপোর্ট তো আমার নাগরিক অধিকার, এতে পুলিশ ভেরিফিকেশন দরকার কী?"

আজ রবিবার থেকে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনে ড. ইউনূস এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত তিন দিনের সম্মেলনে তিনি জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান, জনগণের কাছে সরকারের সিদ্ধান্তগুলো যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য। তিনি আরও বলেন, "পুলিশ আলাদাভাবে বিচার করবে, আমি চোর না ডাকাত, এটা আমার পাসপোর্টের সাথে সম্পর্কিত নয়।"

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, "আমাকে যে জন্ম সনদ দিয়েছেন, সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন ছাড়া হয়েছে, এনআইডি-ও একইভাবে আমি নাগরিক হিসেবে পেয়েছি।" তিনি সরকারকে মানুষের জন্য কাজ করার তাগিদ দিয়ে বলেন, "এগুলো শুধু আইন হয়ে থাকবে না, এসব সিদ্ধান্ত গ্রামে-গঞ্জে পৌঁছাতে হবে।"

ড. ইউনূস আরও বলেন, "মানুষকে হয়রানি করার যে প্রবণতা আমাদের মধ্যে রয়েছে, সেটা পরিবর্তন করতে হবে। সরকার মানেই মানুষকে হয়রানি করা নয়, সরকারের কাজ হচ্ছে জনগণের অধিকার পৌঁছে দেওয়া।"

এ সম্মেলনে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হবে।