পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এমনটি জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। রোববার সকালে ঢাকার রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
এ কে এম শহিদুর রহমান বলেন, "পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে পুলিশ, র্যাব এবং গোয়েন্দা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, এবং যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।"
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ঝুঁকি নেই বলেও উল্লেখ করেন র্যাব মহাপরিচালক। তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শাহবাগ, রমনা, হাতিরঝিলসহ বিভিন্ন জায়গায় জনসমাগমের স্থলে র্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হবে। এছাড়া, "বৈশাখের অনুষ্ঠান ঘিরে ইভটিজিংসহ যে কোনো অপতৎপরতা নস্যাৎ করে দিতে র্যাব প্রস্তুত রয়েছে," বলেন তিনি।
প্রতিষ্ঠার পর থেকে র্যাব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চিতে সফলতার সাথে কাজ করে আসছে, এবং এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, র্যাবের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ারসহ গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে।
এ ছাড়া, সাইবার নজরদারি এবং সামাজিক মাধ্যমে অপপ্রচার রোধে বিশেষ মনিটরিং করা হচ্ছে। র্যাব মহাপরিচালক বলেন, "পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, তাই সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।"
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আজ সোহরাওয়ার্দী উদ্যানে একটি ব্যান্ডশো অনুষ্ঠিত হবে। আগামীকাল, পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান রমনা বটমূলে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আয়োজিত আনন্দ শোভাযাত্রা, রবীন্দ্র সরোবরে দিনব্যাপী অনুষ্ঠান, মানিক মিয়া এভিনিউতে বিকেলে বিভিন্ন অনুষ্ঠানসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে অনুষ্ঠান হবে।
সারাদেশে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজনের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যাতে দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত হয় এবং অনুষ্ঠানগুলি শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।
পহেলা বৈশাখকে কেন্দ্র করে র্যাবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সাধারণ জনগণের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।