সকল খবর ময়মনসিংহের খবর

পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার !

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২১-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭৬

অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহে অস্ত্রসহ এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের পর তার সমর্থকরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ জানান, আগের দিন সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে বুলবুল আহম্মেদ সজীবকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও ১টি ম‍্যাগজিন জব্দ করা হয়।

সজীব (৩০) ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা বাধা দেয়। এ সময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে এসআই রফিকুল ইসলাম রক্তাক্ত জখম হয়।”

এ ঘটনায় পুলিশের দুইটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় বলে জানান মোহাইমেনুল রশিদ।

এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পুলিশের কাজে বাধা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি-না, তাও খতিয়ে দেখা হবে।