কারিগরি শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। শনিবার ‘রাইজ ইন রেড’ নামের মানববন্ধন কর্মসূচি শেষে এই মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।
কুমিল্লায় গতকালের কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠার পর প্রতিবাদ জানিয়ে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সকাল ১১:৪৫ টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে এই মানববন্ধন শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান, যেমন ‘রক্তে আগুন লেগেছে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কুমিল্লায় হামলা কেন, জবাব চাই জবাব চাই’ ইত্যাদি।
শুক্রবার দুপুরে ছয় দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিলও করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। মিছিল পরবর্তী ব্রিফিংয়ে আন্দোলনের নেতা জোবায়ের পাটোয়ারী বলেন, "আমরা সরকারকে বলবো, আমাদের দাবি দ্রুত মেনে নিন, আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লার ভাইদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন।"
আরেক আন্দোলনকারী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, "এই সরকার আমাদের সরকার, শিক্ষার্থীদের সরকার, বিপ্লবীদের সরকার। আমরা চাই কারিগরি শিক্ষা সেক্টরে যে বৈষম্য রয়েছে, তা দূর করা হোক।"
গত বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মশাল মিছিলও করেন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হলেও তাদের দাবির প্রতি সন্তুষ্টি না মেলায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।