ওপেন মেসেজ চিঠিপত্র

পলিথিন বর্জন করুন

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২৯-১২-২০২৪ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৭

বর্তমানে পলিথিন আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এর অতিরিক্ত ব্যবহার এবং অপব্যবহার আমাদের পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। পরিবেশের অন্যতম প্রধান শত্রু হলো পলিথিন। প্রতিদিনের ব্যবহারের জন্য পলিথিন সহজলভ্য এবং সস্তা বলে আমরা এর প্রতি নির্ভরশীল হয়ে পড়েছি। কিন্তু এর ক্ষতিকারক প্রভাব আমাদের প্রকৃতি এবং জীববৈচিত্র্যের জন্য মারাত্মক। পলিথিন মাটিতে পড়ে শত শত বছরেও পচে না। ফলে এটি মাটির উর্বরতা নষ্ট করে। নদীনালা এবং জলাশয়ে পলিথিন জমে জলাবদ্ধতা সৃষ্টি করে, যা শুধু পরিবেশদূষণ নয়, স্বাস্থ্যঝুঁকিরও কারণ হয়ে দাঁড়ায়। প্রাণিজগতে পলিথিনের প্রভাব আরো ভয়ংকর—অনেক প্রাণী খাবার মনে করে এটি খেয়ে ফেলে, যা তাদের মৃত্যুর কারণ হয়। এমন পরিস্থিতিতে পলিথিনের ব্যবহার বন্ধ করা আমাদের জন্য সময়ের দাবি। আমরা যদি সচেতন হই এবং বিকল্প পদ্ধতি গ্রহণ করি, তবে পরিবেশকে পলিথিনের থাবা থেকে রক্ষা করা সম্ভব। কাপড়ের ব্যাগ, কাগজের ব্যাগ বা পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করে আমরা পলিথিনের ব্যবহার কমাতে পারি।পাশাপাশি সরকারি-বেসরকারি উদ্যোগে পলিথিন উৎপাদন ও ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। আসুন, আমরা সবাই পলিথিনের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতন হই এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করি।

উম্মে জোবায়দা

শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা