ময়মনসিংহ জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন স্টেকহোল্ডারদের
অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২শে মার্চ ২০২৫ তারিখে
ময়মনসিংহের তারেক স্মৃতি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায়
পোদ্দার মহোদয় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব
করেন মান্যবর বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ সাহেব।
সভায় বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার পরম শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও
জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম। তিনি তার বক্তব্যে প্রাথমিক শিক্ষার
গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাথমিক স্তরের কোমলমতি শিশুরা তাদের বাবা-মায়ের
পর সবচেয়ে বেশি নিরাপত্তা ও নির্ভরতা পায় শিক্ষকদের কাছ থেকে। এ কারণে
শিক্ষকদের উচিত তাদের দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করা। তিনি শিক্ষকদের
প্রতি এ বিষয়ে সচেতনতা ও দায়িত্বশীলতার আহ্বান জানান।
সভায়
উপস্থিত অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে ছিলেন শিক্ষা কর্মকর্তা, স্কুল
ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ। তারা
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে
আলোচনা করেন।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে
সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন
করা হচ্ছে। এ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক
শিক্ষার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন
অংশগ্রহণকারীরা।