অনিন্দ্যবাংলা ডেস্ক: কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আজ অনুষ্ঠিত ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক গণশুনানি অনুষ্ঠানে বিদ্যুৎ খাতের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। অনুষ্ঠানে উপস্থিত দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) হাফিজ আহসান ফরিদ এবং দুদকের চেয়ারম্যান ড. আব্দুল মোমেন, আলোচনায় অংশ নেন।
এদিনের অনুষ্ঠানে এক ব্যক্তির বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্নের জবাবে কমিশনার উজ্জ্বল মন্তব্য করেন। তিনি বলেন, "একবার আমি দুই মাস পরে রিচার্জ করেছি। দুই মাসের একসঙ্গে কেটে নিয়ে, ১০০০ টাকা রিচার্জ করলাম। কিন্তু ব্যালেন্স দেখাল মাত্র ২৪০ টাকা। এটা তো হতে পারে না। এর শুরুতেই গলদ আছে।" তিনি আরও যোগ করেন, "আজকের এই গণশুনানিতে এর সমাধান হবে না আমি জানি, কিন্তু এটি জনগণের আওয়াজ হিসেবে লিখবেন। এইভাবে চলতে পারে না।"
কমিশনার বিদ্যুৎ কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, "একটা মুরগি জবাই করবেন একবার সামনের দিক থেকে, আবার পেছনের দিক থেকে, এটা তো হতে পারে না। একটা মুরগির তো দুইবার জবাই হয় না।" তিনি পলিসি পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, "জনগণের কথাটা ভেবে বিলের ব্যবস্থা করুন।"
গণশুনানিতে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) হাফিজ আহসান ফরিদ, এবং দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. আক্তার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
দুদক কমিশনারের বক্তব্যের মাধ্যমে এদিনের অনুষ্ঠানটি বিদ্যুৎ খাতের দুর্নীতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ হিসেবে দেখা হয়। তিনি নিশ্চিত করেছেন যে, গণশুনানি চলমান থাকবে এবং জনমনে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হবে।