সকল খবর দেশের খবর

পর্নোগ্রাফির সব ওয়েবসাইট বন্ধের ঘোষণা !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৩-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১১

আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) থেকে দেশের সব পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।  

আসিফ নজরুল বলেন, ৫ আগস্টের পর যেসব পর্নোগ্রাফি ওয়েবসাইট খোলা হয়েছিল, সেগুলো শুক্রবার থেকে বন্ধ করা হবে। পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের সরাসরি সম্পর্ক থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, পর্নোগ্রাফি সামাজিক অবক্ষয় ও নারী নির্যাতনের অন্যতম কারণ। এটি যুবসমাজকে নৈতিকভাবে বিপথগামী করছে।  

তিনি আরও জানান, পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধ করতে ইতোমধ্যে প্রযুক্তিগত কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, শুক্রবারের মধ্যে সব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।  

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পর্নোগ্রাফি ওয়েবসাইটের ব্যবহার বেড়ে যাওয়ায় সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধির পেছনে পর্নোগ্রাফির প্রভাবকে দায়ী করা হচ্ছে।  

আসিফ নজরুল বলেন, পর্নোগ্রাফি বন্ধে সরকারের এই সিদ্ধান্ত সমাজের নৈতিকতা ও মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।  

এই সিদ্ধান্তের ফলে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করলেও কিছু ব্যবহারকারী ইন্টারনেট সেন্সরশিপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।  

সরকারের এই পদক্ষেপ কতটা কার্যকর হবে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে কী ধরনের প্রযুক্তিগত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।