স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল ও পদায়ন করা হয়েছে। এতে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ৫২ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে নিয়মিতভাবে অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ৬ জন কর্মকর্তাকে উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদে নিয়মিত করা হয়েছে। একইসঙ্গে অপর এক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর পরিবর্তন করা হয়েছে।
এদিকে, আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এসব সিদ্ধান্ত আগামী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।