অনিন্দ্য আড্ডা কবিতা

রোদেলা পথের পথিক !

নিলুফার ইয়াসমিন লিল

প্রকাশ : ২৯-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৫

চলার পথে রোদের সাথে
হয় যদি তোর দেখা
জিরিয়ে নিয়ে বলিস দুটো
দুঃখ সুখের কথা!

ব্যথার ভারে নুয়ে যদি
পরিস পথের পাশে
দেখবি তখন রোদ এসে তোর
দাঁড়িয়েছে পাশে।

ঘন কালো মেঘ যত হোক
মনের মাঝে জমা
রোদের কাছে শিখে নিস তুই
অপরাধের পরেও করা ক্ষমা!

রোদ তোকে স্বার্থ ছাড়াই
দিয়ে যাবে আলো
এই কথাটা আর কেউ না জানুক
তুই তো জানিস ভালো!!!