সকল খবর সর্বশেষ খবর

শামীম ওসমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৬-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭৩

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা হামলা ও ভাঙচুর চালিয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কয়েকশ’ ছাত্র-জনতা এই হামলা চালায়, এবং তারা বাড়ির দেয়াল ও ছাদ ভাঙতে ভেকু ব্যবহার করে। এক পর্যায়ে, বিক্ষুদ্ধরা বাড়ির ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হামলাকারীরা প্রথমে হ্যামার দিয়ে বায়তুল আমানের ভবনের দেয়াল ভাঙচুর করে। এরপর তারা বাড়ির প্রধান ফটক ভেঙে সীমানা প্রাচীরের ভেতরে প্রবেশ করে এবং ভেকু দিয়ে ভবনের দেয়াল ও ছাদ ভাঙতে থাকে। তবে, উল্লেখযোগ্য বিষয় হলো, ওই বাড়িতে হামলার সময় কেউ উপস্থিত ছিল না।

এ ঘটনাটি ঘটেছে শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে, যেটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বৈঠক স্থল হিসেবে ঐতিহাসিকভাবে পরিচিত। তাছাড়া, মুক্তিযুদ্ধসহ রাজনৈতিক নানা কারণে বায়তুল আমান অঞ্চলে বেশ আলোচিত ছিল।

এই হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঘটনাটির দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।