সারা দেশের ভূমি ব্যবস্থাপনা শিগগিরই ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের জন্য প্রশিক্ষিত জনবল এবং কোম্পানির সহায়তা শুরু হয়েছে।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এসময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “বর্তমানে আমরা ড্রোনের মাধ্যমে জরিপ কাজ পরিচালনা করছি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও প্রযুক্তি সংক্রান্ত সহায়তা নেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা চান, সারা দেশের ভূমি ব্যবস্থাপনা শিগগিরই ডিজিটাল পদ্ধতিতে আসুক এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
ই-নামজারি পদ্ধতির বিষয়ে আলী ইমাম মজুমদার বলেন, “এটি একটি চলমান প্রক্রিয়া, প্রতিনিয়ত আবেদন পড়ছে। আশা করছি ১০ মার্চের আগেই পেন্ডিং আবেদনগুলো নিষ্পত্তি হবে।”
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, “ই-নামজারি নিয়ে জানুয়ারি পর্যন্ত কিছু সমস্যা থাকলেও ফেব্রুয়ারিতে এসে তা সমাধান হয়েছে। এখন মানুষ আরও সহজে এবং দ্রুত এই সেবা পাচ্ছে।” তিনি জানান, জানুয়ারিতে ৪.৫ লাখ আবেদন পেন্ডিং ছিল, যা এখন কমে গেছে এবং আগামী ১০ মার্চের মধ্যে এ সমস্যা পুরোপুরি দূর করা হবে। তিনি আরও জানান, ডিজিটাল পদ্ধতির কারণে মানুষের হয়রানি ও ভোগান্তি ৮০ শতাংশ কমে গেছে।
এদিকে, ভূমি মন্ত্রণালয় আরও কিছু উন্নয়ন উদ্যোগ গ্রহণ করেছে যাতে সাধারণ মানুষ ভূমি ব্যবস্থাপনা পরিষেবা সহজে ও দ্রুত পেতে পারেন।