সকল খবর দেশের খবর

শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধান উপদেষ্টা!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৫-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬১

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে এক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা, তিস্তা নদীর পানিবণ্টনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে।

শফিকুল আলম বলেন, "শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে উসকানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, সীমান্তে হত্যাকাণ্ড এবং তিস্তা নদীর পানি বণ্টনসহ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।"

এ বৈঠকটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বৈঠক। এই বৈঠকটির মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট (বিমসটেক) এর শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশগ্রহণ করছেন।