সকল খবর দেশের খবর

শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে কাঠগড়ায় দাঁড়াতে হবে

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৫-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি এ মন্তব্য করেছেন যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে।

বুধবার (০৫ মার্চ) প্রকাশিত ওই সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, "শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধী হিসেবে বিচারের মুখোমুখি করা হবে এবং তার সহযোগীদেরও বিচারের আওতায় আনা হবে।"

তিনি আরও জানান, "আমাদের সরকারের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে, তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত না থাকায় তার বিচার বাংলাদেশের সীমানায় সম্ভব নয়। এর জন্য ভারত এবং আন্তর্জাতিক আইনের সহযোগিতা প্রয়োজন।"

ড. ইউনূস বলেন, "এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং বাংলাদেশ এখন ভারতের উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে।"

তিনি বলেন, "যতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, তা সরাসরি দেখা এবং নির্যাতিতদের সঙ্গে কথা বললেই তা বোঝা যাবে। আয়না ঘরগুলো সেনাবাহিনীর অধীনে, তাই এগুলো সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে, এই আয়না ঘরগুলোকে জাদুঘরে রূপান্তরিত করার।"

এই ধরনের উদ্যোগের মাধ্যমে জনসাধারণকে ইতিহাসের সাক্ষী করতে চান ড. ইউনূস, যেন তারা জানতে পারে কিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং তা কখন এবং কোথায় ঘটেছিল।