সকল খবর ময়মনসিংহের খবর

শেরপুরের নকলায় বিস্কুটের প্রলোভনে শিশু ধর্ষণের চেষ্টা !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৯-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২০

শেরপুরের নকলা উপজেলায় বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বৃদ্ধ চান মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গত শনিবার বিকেলে নকলা উপজেলার পাইস্কা গ্রামে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নকলার পাইস্কা গ্রামে এক শিশু নিজ বাড়ির পাশে খেলছিল। এ সময় চান মিয়া শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসেন। এ সময় চান মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।  

ঘটনাটি স্থানীয়দের নজরে আসার পর শিশুটির পরিবার নকলা থানায় অভিযোগ দায়ের করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে চান মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় শিশুটিকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়।  

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, "ভুক্তভোগী শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত চান মিয়াকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।"  

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। শিশুটির পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার চেয়েছেন। পুলিশ জানিয়েছে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

এই ধরনের ঘটনা প্রতিরোধে শিশুদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি বিশেষ নজরদারি ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।