সকল খবর দেশের খবর

সিএনজি জরিমানা সিদ্ধান্ত বাতিল

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ১৬-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৬

সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়ের বিরুদ্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যে কঠোর সিদ্ধান্ত নিয়েছিল, তা থেকে সরে এসেছে সংস্থাটি। পূর্বে বিআরটিএ ঘোষণা করেছিল যে, মিটারের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করলে মামলা এবং জরিমানা করা হবে। তবে আজ এই সিদ্ধান্ত বাতিলের কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এদিকে, রবিবার সকালে সিএনজিচালিত অটোরিকশার চালকরা রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, বিআরটিএর নতুন নির্দেশনা বাস্তবায়নের ফলে তাদের উপার্জন কমে যাবে এবং তারা সঠিকভাবে চলতে পারবে না। এই প্রতিবাদে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে রাজধানীর কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, বিআরটিএ সিএনজিচালিত অটোরিকশা চালকদের মিটারের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড দেওয়ার নির্দেশনা দিয়েছিল। ১০ ফেব্রুয়ারি বিআরটিএ পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছিল যে, পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী, সিএনজির চালকরা মিটারের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না এবং তা হলে আইনের অধীনে শাস্তির বিধান রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, বর্তমানে সিএনজিচালিত অটোরিকশার জন্য সরকার নির্ধারিত প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৪০ টাকা, এরপর প্রতি কিলোমিটারে ১২ টাকা এবং ওয়েটিং বিল প্রতি মিনিটে দুই টাকা। যাত্রীদের অভিযোগ, সিএনজিচালিত অটোরিকশা চালকরা প্রায়ই ১৫০ টাকার নিচে কোনো যাত্রীকে যানবাহন চালাতে চান না, যা তাদের পক্ষে বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

বিআরটিএর সিদ্ধান্ত বাতিলের পর, সিএনজিচালিত অটোরিকশা চালকরা কিছুটা স্বস্তি পেলেও, যাত্রীদের অভিযোগ অব্যাহত রয়েছে।