সকল খবর দেশের খবর

শিগগিরই ৯ নতুন সচিব পদায়ন হবে !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৩-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) মো. ওবায়দুর রহমান নতুন শিল্পসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। পাশাপাশি, শিগগিরই নয়জন কর্মকর্তাকে সচিবপদে শূন্য থাকা মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মোখলেস উর রহমান বলেন, “চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সচিবপদের জন্য ১২ জনকে নির্বাচন করা হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই যোগ্য এবং বঞ্চিত, যারা আগে পদোন্নতি পাননি। এই নিয়োগগুলোতে কোনো চুক্তিভিত্তিক কর্মকর্তাকে রাখা হয়নি, চাকরিতে কর্মরত কর্মকর্তাদের মধ্য থেকেই সচিব পদে নিয়োগ দেওয়া হচ্ছে।”

এছাড়া, সাবেক ডিসিদের নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক জেলা প্রশাসক (ডিসি) বা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা দুর্নীতি বা অপরাধের সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে তা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে। তবে, যাদের বিরুদ্ধে অপপ্রচার বা ভিত্তিহীন অভিযোগ রয়েছে, তারা যদি অসত্য কিছু না করে থাকেন, তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।”

জ্যেষ্ঠ সচিব আরও জানান, ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের তালিকা গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। সেগুলোর পর্যালোচনা শেষে, একটি কমিটি গঠন করা হবে, যারা সমস্ত তথ্য বিশ্লেষণ করে ন্যায়সঙ্গতভাবে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে সরকার কোনো পক্ষপাতিত্ব করবে না এবং প্রতিটি সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হবে।

তিনি আরও বলেন, "সরকার অত্যন্ত সচেতনভাবে কাজ করছে, যাতে কোনো নিরীহ কর্মকর্তার সম্মানহানি না হয় এবং তাদের কোনো অসম্মান না ঘটে।"