ঢাকার নামকরা দুই শিক্ষাপ্রতিষ্ঠান—ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ—এর শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার জের ধরে মঙ্গলবার দুপুরে সিটি কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একটি দল সিটি কলেজে প্রবেশ করে হঠাৎ করেই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালানো হয় এবং কিছু শিক্ষার্থী আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করে। বর্তমানে সিটি কলেজের শিক্ষার্থীরা নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করছেন।
ঘটনার সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও, ধারণা করা হচ্ছে—গতকাল (সোমবার) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সিটি কলেজের কয়েকজন মারধর করে। এই ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে আজকের হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সিটি কলেজ কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা জানান, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষের মধ্যে যাতে পুনরায় সংঘর্ষ না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক অবস্থানে আছি।”
এদিকে দুই কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের সংঘাতের ঘটনায় সাধারণ মানুষও হতাশা প্রকাশ করেছেন।