সকল খবর দেশের খবর

সংবিধান পরিবর্তন না হলে আগের নিয়মেই হবে নির্বাচন; সিইসি

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৬-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৭

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “সংবিধানে পরিবর্তন না এলে পূর্ববর্তী পদ্ধতিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন তফসিল ঘোষণার দুই মাস আগে নির্বাচন সংক্রান্ত বিস্তারিত জানা যাবে।”

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, “নির্বাচন কমিশন বর্তমানে বহুবিধ ও আধুনিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচারের বিস্তার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার। এগুলোকে আমরা আধুনিক যুগের এক নতুন হুমকি হিসেবে বিবেচনা করছি।”

ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং ভোটকেন্দ্রে অংশগ্রহণ নিশ্চিত করাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন সিইসি। এই প্রেক্ষাপটে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া আমাদের দায়িত্ব। এ জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন।”

নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে প্রশ্ন করা হলে সিইসি বলেন, “নির্বাচনের নির্ধারিত তারিখ তফসিল ঘোষণার সময় জানানো হবে। তার আগে কিছু বলা সম্ভব নয়। তফসিল ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে চলে আসবে।”

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কমিশন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেনি। প্রধান উপদেষ্টা কেবল বিভিন্ন দপ্তরকে নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন।”

তিনি আরও বলেন, “আমরা কোনো দলীয় সরকারের অধীনে কাজ করছি না। আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছি, যেখানে আমাদের ওপর দলীয় কোনো চাপ নেই। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

সভায় খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বেনজির আহমেদ ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।