সন্তান না হওয়ায় কবিরাজের শরণাপন্ন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। শনিবার (১৫ মার্চ) ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করার পর কবিরাজ আব্দুল খালেক (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী নারী (৩৬) মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। বিয়ের তিন বছর পরও সন্তান না হওয়ায় তিনি কবিরাজ আব্দুল খালেকের শরণাপন্ন হন। এলাকায় কবিরাজ হিসেবে খ্যাতি থাকা আব্দুল খালেক তাকে সন্তান দেওয়ার আশ্বাস দেন এবং ১৫ হাজার টাকা নেন। ৮ মার্চ ভুক্তভোগী নারী কবিরাজের বাড়িতে গেলে তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করা হয়।
ঘটনার পর নারী মুক্তাগাছা থানায় অভিযোগ করেন। পুলিশ কবিরাজ আব্দুল খালেককে গ্রেফতার করে এবং ভুক্তভোগী নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, "ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্তাধীন।"
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই কবিরাজের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলেছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।