সকল খবর ময়মনসিংহের খবর

সন্ত্রাসবিরোধী আইনে ময়মনসিংহে ৪ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৩০-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৩

অনিন্দ্যবাংলা ডেস্ক: সন্ত্রাসবিরোধী আইনে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু ও তিন অঙ্গ সংগঠনের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই একাধিক মামলার আসামি বলে জানানো হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক- এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার হওয়া নেতারা হলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম (৫২), মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মুক্তা (৪৮), নগরীর ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (২০) এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত গোলাম ফেরদৌস জিল্লু ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর ঘনিষ্ঠ সহযোগী। বুধবার রাত এবং বৃহস্পতিবার দুপুরে নগরীর বিভিন্ন স্থানে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক বলেন, "এই নেতারা সন্ত্রাসবিরোধী আইন, ভাঙচুর ও অন্যান্য মামলার আসামি। তাদের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল যে তারা ৫ আগস্টের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সশস্ত্র মিছিলে সক্রিয় ছিলেন।"

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।