প্রায় আট বছর পর পুনরায় একীভূত করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ—‘জননিরাপত্তা বিভাগ’ এবং ‘সুরক্ষা সেবা বিভাগ’। এ নিয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উল্লিখিত দুই বিভাগকে একত্র করে এখন থেকে এককভাবে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ নামে পুনর্গঠন করা হয়েছে।
২০১৭ সালের জানুয়ারিতে কাজের সুবিধার কথা বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। এর মধ্যে ‘জননিরাপত্তা বিভাগ’ তত্ত্বাবধান করত পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)–এর মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো।
অন্যদিকে ‘সুরক্ষা সেবা বিভাগ’ ছিল বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যক্রমের দেখভালকারী বিভাগ।
দীর্ঘদিন আলাদাভাবে পরিচালনার পর নতুন প্রশাসনিক কৌশলের অংশ হিসেবে দুটি বিভাগকে আবারও একত্রিত করার সিদ্ধান্ত নেয় সরকার। সংশ্লিষ্ট সূত্র জানায়, সেবা কার্যক্রমের সমন্বয় ও দক্ষতা বৃদ্ধিই ছিল এ পুনর্গঠনের মূল উদ্দেশ্য।
নতুন কাঠামোয় কীভাবে বিভিন্ন অধিদফতরের কাজ পরিচালিত হবে এবং কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বণ্টন কীভাবে হবে, তা নির্ধারণে শিগগিরই পৃথক নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে।