‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো তরুণদের নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা যুব ও ক্রীড়া সংস্থার বাস্তবায়নে পালিত হয় ‘তারুণ্যের উৎসব’, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে তারুণ্যের ভূমিকা।
দিনের শুরুতে বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রঙিন ব্যানার, ফেস্টুন, স্লোগান আর তরুণদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো শহর।
দুপুরে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা—‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের কমিশনার মো. মোখতার আহমেদ।
তিনি বলেন, তরুণরাই আধুনিক বাংলাদেশের রূপকার। যখন দেখি তারা দুর্গত মানুষের পাশে দাঁড়ায়, তখন মনে হয়—এই তরুণরাই পারবে দেশ বদলাতে। রাজনীতি ও উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে তাদের।”
তিনি আরও বলেন, আজকের এই উৎসব কেবল আনন্দ নয়, এটি আমাদের প্রতিজ্ঞার দিন—তরুণদের স্বপ্ন, চিন্তা ও সাহসেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুফিদুল আলম। বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ জাবেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ, বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম প্রমুখ।
পুরো অনুষ্ঠানজুড়ে তরুণদের উপস্থিতি, উচ্ছ্বাস ও অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, অভিজ্ঞতা বিনিময় ও উন্মুক্ত মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন।