সকল খবর দেশের খবর

তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ১৬-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩৭

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। তিন দিনব্যাপী এই সম্মেলনে মোট ৩০টি কর্ম অধিবেশনসহ চারটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে রেওয়াজ থাকলেও এবারও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ডিসিদের কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

সম্মেলনের মূল আলোচ্য বিষয়
এবারের সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া, স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ই-গভর্ন্যান্স সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আলোচনা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে মোট ১,২৪৫টি প্রস্তাব পাওয়া গেছে, যার মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব হলো—

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা।
গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা।
পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়ম দূর করতে জেলা প্রশাসনকে সম্পৃক্ত করা।
জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ও সরকারের দৃষ্টিভঙ্গি

এবারের ডিসি সম্মেলনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর পূর্ববর্তী সরকারের দর্শনের সঙ্গে সম্পৃক্ত কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। ফলে আগের সম্মেলনের তুলনায় সিদ্ধান্ত বাস্তবায়নের হার কম হয়েছে। তবে মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন হলে এই হার আরও বাড়বে বলে আশাবাদী প্রশাসন।

২০২৪ সালের ডিসি সম্মেলনের বাস্তবায়ন অগ্রগতি
২০২৪ সালের ডিসি সম্মেলনে গৃহীত ৩৮১টি সিদ্ধান্তের মধ্যে ১৭৭টি বাস্তবায়ন হয়েছে, যা মোট সিদ্ধান্তের ৪৬ শতাংশ। বাকি ২০৪টি সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। গত বছর ডিসি সম্মেলন চলাকালে ২০২৩ সালের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৬২ শতাংশ, যা ২০২৫ সালে এসে বেড়ে ৭৬ শতাংশ হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

সম্মেলনের বাজেট ও ভবিষ্যৎ পরিকল্পনা
এবারের ডিসি সম্মেলনের জন্য ১ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় কিছুটা কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনিক কার্যক্রমের উন্নতি এবং নীতিগত সংস্কারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে এবার ব্যাপক আলোচনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তিন দিনের এই সম্মেলনে ডিসিরা সরকারি নীতি বাস্তবায়ন এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এতে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।