সকল খবর দেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বৃহস্পতিবার

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৭-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) রোডম্যাপ বা কর্মপরিকল্পনার খসড়ার অনুমোদন দিয়েছে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ ঘোষণা করা হবে।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে সীমানা পুনর্নির্ধারণের শুনানি শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে, কমিশন বৈঠকে নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদিত হয়।

ইসি সচিব বলেন, ৩০০ আসনের সীমানা যত দ্রুত সম্ভব চূড়ান্ত করা হবে। তিনি জানান, ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চার দিনে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানিতে ৩৩ জেলার ৮৪টি আসনের বিষয়ে মোট ১,৮৯৩টি দাবি ও পরামর্শ গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

সীমা পুনর্নির্ধারণে প্রাপ্ত মতামতগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সচিব।

শুনানিকালে কিছু জায়গায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল উল্লেখ করে আখতার আহমেদ বলেন, “শুনানিতে হাতাহাতি আমাদের জন্য একটি শিক্ষা। কেউ যদি বাইরে ধাক্কাধাক্কি করে, সেটা ইসির আওতাভুক্ত নয়। তবে কমিশন এ বিষয়ে ইতোমধ্যে সাধারণ ডায়েরি (জিডি) করেছে।”

নির্বাচনের প্রস্তুতিকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করার লক্ষ্যেই রোডম্যাপ প্রস্তুত করেছে ইসি, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

আসন্ন জাতীয় নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সব মহলের সঙ্গে যোগাযোগ ও আলোচনার ভিত্তিতে কাজ করছে নির্বাচন কমিশন।