ওপেন মেসেজ প্রবন্ধ-নিবন্ধ

টুইটারে নিবন্ধ পড়তেও গুনতে হবে অর্থ: ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১৯-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৭

টুইটারে বিভিন্ন গণমাধ্যমের নিবন্ধ পড়তে ব্যবহারকারীদের অর্থ গুনতে হতে পারে। এ জন্য গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর কাছ থেকে প্রতিটি নিবন্ধের জন্য অর্থ আদায়ের সুযোগ করে দেবে টুইটার কর্তৃপক্ষ। গত শনিবার এ কথা জানিয়ে টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেন, এটা ব্যবহারকারী ও গণমাধ্যম প্রতিষ্ঠান উভয়ের জন্যই লাভজনক।

টুইটারের মালিক ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এক টুইটে বলেছেন, ‘আগামী মাস (মে) থেকে টুইটারে এই ফিচার যুক্ত হতে পারে। এতে করে মাসিক সাবস্ক্রিপশন (অর্থের বিনিময়ে গ্রাহক হওয়ার সেবা) নেই এমন ব্যবহারকারীরা যাঁরা মাঝেমধ্যে বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত নিবন্ধ পড়তে চান, তাঁদের প্রতিটি নিবন্ধের জন্য তুলনামূলক বেশি অর্থ গুনতে হবে।’

এর আগে গত শুক্রবার ইলন মাস্ক জানান, অর্থের বিনিময়ে নিবন্ধ পড়ার যে সুবিধা প্রথম বছর শেষে তা থেকে ১০ শতাংশ কেটে নেবে টুইটার। তবে প্রথম বছরে সাবস্ক্রিপশনে কোনো অর্থ কেটে নেওয়া হবে না। এই সাবস্ক্রিপশনের মধ্যে বড় লেখা ও ভিডিও থাকবে।

গত বছরের অক্টোবরে টুইটারের মালিক হন ইলন মাস্ক। এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটিতে অনেক পরিবর্তন এনেছেন তিনি। গত বছর টুইটারের আয় কমে যাওয়ার কারণেই অর্থের বিনিময়ে বিভিন্ন সেবা চালু করা হচ্ছে। ইতিমধ্যে টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্ট বা নীল টিক পাওয়ার জন্য ব্যবহারকারীর কাছ থেকে অর্থ নেওয়া শুরু হয়েছে।

ইলন মাস্কের মালিকানায় আসার পর টুইটারে ব্যাপকহারে কর্মী ছাঁটাই করা হয়েছে। ইলন মাস্ক মালিক হওয়ার আগে টুইটারের কর্মী ছিলেন সাড়ে সাত হাজার। কিন্তু বর্তমানে টুইটারের কর্মীসংখ্যা দেড় হাজারের মতো। কর্মী ছাঁটাইসহ একের পর এক টুইটারে পরিবর্তন আনার কারণে ইলন মাস্ক সমালোচিতও হচ্ছেন। তবে ইলন মাস্ক এসব কানে তুলছেন না।