ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। দলটির নেতারা এই আহ্বানও জানিয়েছেন যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাংলাদেশের একজনকে গুলি করলে যেন ওই দেশের দুজনকে গুলি করা হয়।
আজ শুক্রবার বাংলাদেশ যুব অধিকার পরিষদের সমাবেশে এসব দাবি করেন গণ অধিকার পরিষদের নেতারা। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।