সকল খবর ভূমি বিষয়ক খবর

ভূমি ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৯-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৬

স্কুল পাঠ্যপুস্তকে ভূমি ব্যবস্থাপনা ও জরিপের মৌলিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১৮ সালে ভূমি মন্ত্রণালয় প্রথমবারের মতো এই প্রস্তাবটি গুরুত্ব সহকারে গ্রহণ করে, যাতে শিক্ষার্থীরা ভূমির মৌলিক ধারণাগুলি সম্পর্কে পরিচিত হতে পারে। ২০১৯ সালে এটি শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলে, বিষয়টি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পর্যালোচনায় আসে এবং ২০২৪ সালে নবম শ্রেণির 'জীবন ও জীবিকা' পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়।

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এক আলোচনায় বলেন, শিক্ষার্থীদের ভূমি ব্যবস্থাপনা ও ক্যাডাস্ট্রের ধারণা প্রদান একটি দায়িত্বশীল নাগরিক তৈরি করতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবম শ্রেণির পাঠ্যবইয়ের 'আর্থিক ভাবনা' অধ্যায়ে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগের মৌলিক ধারণা দেওয়া হয়েছে। এখানে ভূমি প্রশাসন, জমির দলিল, নামজারি, খাজনা, ভূমি উন্নয়ন কর এবং ভূমি নিবন্ধন, ব্যবস্থাপনা ও জরিপের মৌলিক বিষয় শিক্ষার্থীদের সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।

এছাড়া, ভূমি মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নামজারি, খাজনা প্রদানে শিক্ষার্থীদের পরিচিতি প্রদান করা হয়েছে, যা ডিজিটাল ভূমিসেবা এবং স্মার্ট ভূমিসেবার আওতায় আসে।

এই পদক্ষেপটি শিক্ষার্থীদের ভবিষ্যতে জমি সংক্রান্ত যে কোনও সমস্যা মোকাবিলা করতে সহায়তা করবে এবং তাদের এক জন সচেতন, দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।