শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১০:২৪:২৭ পিএম
সকল খবর ভূমি বিষয়ক খবর

ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২০-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭৭

খাদ্য মন্ত্রণালয়ের পাশাপাশি উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ২০ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৬ আগস্ট, ২৭ আগস্ট এবং ১০ নভেম্বরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করেছেন।