অনিন্দ্যবাংলা ডেস্ক: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ এম হাসান আরিফ ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন এ এফ এম হাসান আরিফ। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি ডিগ্রি অর্জন করেন।
১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭০ সালে ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে আইন পেশা শুরু করেন। তিনি ১৯৭০-এর দশকে 'এ এফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েটস' প্রতিষ্ঠা করেন।
২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৮ আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২৭ আগস্ট ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
তিনি বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ, নির্মাণ সালিস, বাণিজ্যিক সালিস, অর্থ, ব্যাংকিং এবং সিকিউরিটিজ বিষয়, করপোরেট, বাণিজ্যিক ও ট্যাক্সেশন, সাংবিধানিক আইন, পাবলিক আস্বাদন, আরবিট্রেশন এবং বিকল্প বিরোধ সমাধানের অন্যান্য পদ্ধতি নিয়ে কাজ করেছেন।
তার মৃত্যুতে দেশের আইনাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করা হয়েছে।
এ এফ এম হাসান আরিফের মৃত্যু দেশের আইন ও বিচার ব্যবস্থায় এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। তার অবদান ও কর্মজীবন দেশের আইনাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।