সকল খবর বিদেশের খবর

যৌথ অস্ত্র উৎপাদনের পথে দুই মুসলিম দেশ

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২৩-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৯৫


যৌথভাবে অস্ত্র তৈরিতে সম্মত হয়েছে সামরিক শক্তিধর দুই মুসলিম দেশ পাকিস্তান ও ইরান। সোমবার (২০ জানুয়ারি) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি সাক্ষাৎকালে এ প্রস্তুতির কথা জানান।


মঙ্গলবার (২১ জানুয়ারি) মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, সামরিক সরঞ্জাম উৎপাদনে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চান তারা। প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনে সহযোগিতা করতে প্রস্তুত ইরান।


বৈঠকে অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় ও কৌশল বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বাকেরি। এ সময় তিনি সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল আদলের বিরুদ্ধে পাকিস্তানের সংকল্পের প্রশংসা করেন তিনি। এ ছাড়া সমন্বিত আন্তঃসীমান্ত টহল ও যৌথ মহড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইরানের এ জেনারেল।


ইরানের জেনারেল বলেন, মুসলিম বিশ্বের বিশেষত ইরান, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের নেতাদের ঘনিষ্ঠ অভিন্নতা আঞ্চলিক দেশগুলোর স্বার্থে কাজ করবে। এ সময় তিনি আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের ওপরও জোর দেন।


সেনাপ্রধান ছাড়াও এ দিন তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। পাকিস্তানের সেনাপ্রধানের আমন্ত্রণে ইসলামাবাদ সফলে আসা ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।