সকল খবর বিদেশের খবর

যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬, তদন্ত চলছে

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৭-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৯

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনার শার্লট শহরের পশ্চিমাংশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আই-৪৮৫ মহাসড়কের এক্সিট ৯–এর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, তার আঘাত গুরুতর হলেও তা জীবনশঙ্কাজনক নয়।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। ইতোমধ্যে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

মর্মান্তিক এ দুর্ঘটনার পরপরই আই-৪৮৫ মহাসড়কের আউটার রিংয়ের ওই অংশ সাময়িকভাবে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ফলে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে হাইওয়ে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে। এ ঘটনায় নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।