অনিন্দ্য আড্ডা শিল্প-সাহিত্য

ঢাবি ক্যাম্পাসে যেভাবে যানবাহন চলবে বইমেলা চলাকালে

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬০

বইমেলায় আসা ক্রেতা এবং দর্শনার্থীদের চলাচল সহজ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভেতর দিয়ে যান চলাচলে বিধি-নিষেধ শিথিল করা হয়েছে।

ঢাবি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল ১ ফেব্রুয়ারি থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যারিকেড রাখবে না।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ এ প্রবেশপথগুলোতে যানবাহন সুশৃঙ্খলভাবে প্রবেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে পার্কিং করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক দল এবং প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিমের সদস্যরা ট্রাফিক বিভাগকে এ বিষয়ে সার্বিক সহায়তা করবে।
 
এদিকে শনিবার (১ ফেব্রুয়ারি) বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’।


এবার বইমেলায় অংশগ্রহণকারী ৭০৮ প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে, ৬০৯টি সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হবে। মেলায় ৩৭টি প্যাভিলিয়ন থাকবে। এর মধ্যে একটি থাকবে বাংলা একাডেমিতে এবং ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যানে। লিটল ম্যাগাজিন কর্নারটি সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে গাছের নীচে থাকবে। তাতে প্রায় ১৩০টি লিটল ম্যাগাজিন স্টল থাকবে।