অনিন্দ্য আড্ডা নাটক ও চলচ্চিত্র

গানে-কবিতায়-নৃত্যে বিজয় উৎসব

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১৭-১২-২০২৪ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৯২

সারা দিন ছিল লাল-সবুজের উপস্থিতি। সকাল থেকে বিরামহীন দেশাত্মবোধক গানের সুর শোনা গেছে। সবুজ জমিনে লাল পাড়ের শাড়ি জড়ানো নারী আর সবুজ পাঞ্জাবি গায়ে পুরুষেরা রাজপথে ঘুরে বেড়িয়েছেন। ট্রাক কিংবা ভ্যানগাড়িতে চড়ে গলা ছেড়ে গেয়েছেন তরুণেরা। অনেকে ভিড় করেছেন নগরের সংস্কৃতিকেন্দ্রগুলোতে। সেখানে মুখর ছিলেন দেশের গান, কবিতা, আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী ও দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশনায়। গান, কবিতা, নাটক আর কথামালায় তাঁরা স্মরণ করেন জাতির আলোকবর্তিকাদের।সারা দিন ছিল লাল-সবুজের উপস্থিতি। সকাল থেকে বিরামহীন দেশাত্মবোধক গানের সুর শোনা গেছে। সবুজ জমিনে লাল পাড়ের শাড়ি জড়ানো নারী আর সবুজ পাঞ্জাবি গায়ে পুরুষেরা রাজপথে ঘুরে বেড়িয়েছেন। ট্রাক কিংবা ভ্যানগাড়িতে চড়ে গলা ছেড়ে গেয়েছেন তরুণেরা। অনেকে ভিড় করেছেন নগরের সংস্কৃতিকেন্দ্রগুলোতে। সেখানে মুখর ছিলেন দেশের গান, কবিতা, আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী ও দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশনায়। গান, কবিতা, নাটক আর কথামালায় তাঁরা স্মরণ করেন জাতির আলোকবর্তিকাদের।সারা দিন ছিল লাল-সবুজের উপস্থিতি। সকাল থেকে বিরামহীন দেশাত্মবোধক গানের সুর শোনা গেছে। সবুজ জমিনে লাল পাড়ের শাড়ি জড়ানো নারী আর সবুজ পাঞ্জাবি গায়ে পুরুষেরা রাজপথে ঘুরে বেড়িয়েছেন। ট্রাক কিংবা ভ্যানগাড়িতে চড়ে গলা ছেড়ে গেয়েছেন তরুণেরা। অনেকে ভিড় করেছেন নগরের সংস্কৃতিকেন্দ্রগুলোতে। সেখানে মুখর ছিলেন দেশের গান, কবিতা, আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী ও দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশনায়। গান, কবিতা, নাটক আর কথামালায় তাঁরা স্মরণ করেন জাতির আলোকবর্তিকাদের।