সংস্কারের কথা তুলে ধরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই যে সংস্কারের কথা বলছে, প্রথম সংস্কার করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রথম সংস্কারটা হলো একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান। তিনি বলেন, বিএনপি দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রাম চালিয়ে যাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, মানুষের ভাগ্য পরিবর্তন কেবলমাত্র বিএনপি করেছে।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত এবারের বিজয় দিবসে জনতার ঢল নেমেছে। মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে। মত প্রকাশ করতে পারছে। প্রকৃত স্বাধীনতা উপভোগ করছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিমুদ্দিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য তারিকুল ইসলাম, শামসুল আলম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম।
সমাবেশ শেষের আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরে দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা মোড়, কাজীর দেউড়ি মোড় হয়ে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে বিজয় মঞ্চে এসে শেষ হয়।