সকল খবর দেশের খবর

জাতীয় নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা: ৬০ হাজার সেনা মোতায়েন: প্রেস সচিব

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৮-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। নির্বাচনের সময় মাঠে থাকবে ৬০ হাজার সেনা সদস্য, পাশাপাশি সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরবর্তী সময়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, “আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণ নির্বাচনী দায়িত্ব পালনে তাদের আরও দক্ষ করে তুলবে।”

তিনি আরও জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও গোয়েন্দা সংস্থাসহ সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করা হবে। সমন্বয়ের এই প্রক্রিয়া নির্বাচনের পূর্বমুহূর্ত থেকে শুরু করে ফলাফল ঘোষণার পর পর্যন্ত চলমান থাকবে।

নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি। প্রেস সচিব বলেন, “জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে।”

এদিকে, সংশ্লিষ্ট মহলে এই নিরাপত্তা পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশ্লেষকরা বলছেন, সেনা মোতায়েন ও পুলিশ প্রশিক্ষণ দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে সহায়ক হবে।