সকল খবর দেশের খবর

সমান ট্যাক্সে সমান সেবা:ঢাকা-৯ আসন থেকে ডা. তাসনিম জারার ঘোষণা

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৫-১-২০২৬ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১৭২

ঢাকা-৯ আসন থেকে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা। ফুটবল মার্কার এই প্রার্থী নগর রাজনীতিতে সেবা, জবাবদিহিতা ও মানবিক অধিকারের প্রশ্নকে সামনে এনে বলেন, ক্ষমতার রাজনীতি নয়-তিনি দায়িত্বের রাজনীতি করতে চান। 

ইশতেহার ঘোষণাকালে ডা. তাসনিম জারা বলেন, ঢাকা-৯ এই শহরের প্রাণ হলেও বছরের পর বছর অবহেলা, বৈষম্য ও দুর্বল নাগরিক সেবার শিকার। গুলশান-বনানীর মতোই কর ও বিল পরিশোধ করেও এখানকার মানুষ তৃতীয় শ্রেণির সেবা পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই অন্যায় বাস্তবতা বদলাতেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ডা. জারা।

নিজেকে পেশাদার রাজনীতিবিদ নয়, একজন চিকিৎসক ও এই এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, রোগ কোথায় তা তিনি জানেন এবং চিকিৎসাও জানেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি নাগরিক সেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে চান। গ্যাস না থাকলে বিল নয়-এই নীতিকে আইনি কাঠামোর আওতায় আনার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা কাটার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা এবং কাজ শেষ না হলে জরিমানার ব্যবস্থা চালুর অঙ্গীকার করেন তিনি।

স্বাস্থ্য খাতকে ইশতেহারের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরে ডা. তাসনিম জারা বলেন, চিকিৎসা কোনো দয়া নয়, এটি মানুষের অধিকার। মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে জনবল ও যন্ত্রপাতি বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর চাপ সৃষ্টি করা, কমিউনিটি ক্লিনিকগুলোকে মিনি হাসপাতাল হিসেবে গড়ে তোলা এবং বছরব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠনের কথা জানান তিনি। নারীস্বাস্থ্য, গর্ভকালীন সেবা ও ব্রেস্টফিডিং সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।

নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার বিষয়ে ডা. জারা বলেন, রাস্তা মানুষের জন্য হতে হবে। স্কুল, কলেজ ও গার্মেন্টস এলাকায় নিরাপদ চলাচল নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং মাদকাসক্তদের জন্য চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালুর কথা উল্লেখ করেন তিনি। নারীবান্ধব ও নিরাপদ পরিবহন ব্যবস্থার কথাও তার ইশতেহারে গুরুত্ব পায়।
শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্য নয়, মেধাভিত্তিক করার অঙ্গীকার করে ডা. তাসনিম জারা জানান, স্কুল ভর্তিতে এমপির কোনো কোটা বা সুপারিশ থাকবে না। ভর্তি বাণিজ্য দমন, স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি স্থাপন, কোডিং ও ভাষা শিক্ষা, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন তিনি।

অর্থনীতি ও জীবিকার ক্ষেত্রে তরুণদের জন্য ‘স্টার্টআপ ঢাকা-৯ আসন’ উদ্যোগ, সিড ফান্ড, জামানত ছাড়া সহজ শর্তে ঋণ, প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ডে-কেয়ার এবং শ্রমিকদের ন্যায্য মজুরি ও আইনি সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী।

এমপির জবাবদিহিতাকে নিজের সবচেয়ে বড় অঙ্গীকার উল্লেখ করে ডা. তাসনিম জারা বলেন, এলাকায় স্থায়ী এমপি অফিস থাকবে, যা সন্ধ্যাতেও খোলা থাকবে। অভিযোগের অগ্রগতি জানার জন্য ওপেন ডিজিটাল ড্যাশবোর্ড চালু করা হবে এবং কোনো দালাল বা প্রটোকল ছাড়াই সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হবে।

ইশতেহারের শেষ বক্তব্যে তিনি বলেন, এটি প্রতিশ্রুতির তালিকা নয়, বরং জনগণের সঙ্গে তার চুক্তি। জনগণ শক্তি দিলে তিনি সংসদে তাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।