জীবনযাত্রা পোষাক ও ফ্যাশন

কালো রঙের মনস্তাত্ত্বিক রহস্য !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১১-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২১

কালো রং শোকের প্রকাশ আবার আভিজাত্যের প্রতীকও বটে। এই রঙের পোশাকে ফুটে উঠতে পারে ব্যক্তিত্বের নানা দিক। কালো পোশাক নেমন্তন্ন বাড়ি থেকে শুরু করে অফিসের গুরুত্বপূর্ণ মিটিং—সবক্ষেত্রেই মানানসই। তবে গরম আবহাওয়ায় কালো পোশাক পরতে কিছুটা অস্বস্তি হতে পারে। তবুও গ্রীষ্মপ্রধান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে কালো পোশাকের জনপ্রিয়তা কম নয়। কালো পোশাকের মনস্তাত্ত্বিক দিক নিয়ে জানা যাক আজ।  

মনোবিজ্ঞানের দৃষ্টিতে যাঁরা কালো রং পছন্দ করেন, তাঁরা সাধারণত আত্মবিশ্বাসী ও মানসিকভাবে শক্তিশালী হন। স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিন হক বলেন, “কালো রং পছন্দ করেন যাঁরা, তাঁরা কাজের ক্ষেত্রে গোছানো এবং আবেগ নিয়ন্ত্রণে দক্ষ হন। তবে অনেকেই নিজেদের একটু আড়ালে রাখতে পছন্দ করেন, যা অন্যদের কাছে বিচ্ছিন্ন মনে হতে পারে।”  

কালো রঙের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নেতিবাচক হলেও যাঁরা এই রংকে ভালোবাসেন, তাঁরা সাধারণত স্বাধীনচেতা ও আত্মমর্যাদাবান হন। তাঁরা খারাপ পরিস্থিতিতেও দৃঢ়ভাবে সামলে উঠতে পারেন। কালো পোশাক পরা ব্যক্তিরা প্রায়ই নিজেদের আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।  

ফ্যাশন ডিজাইনার রিফাত রেজা বলেন, “কালো রং সবাই একভাবে গ্রহণ করেন না। নতুন প্রজন্মের তরুণদের মধ্যে কালো রঙের জনপ্রিয়তা বাড়লেও বয়োজ্যেষ্ঠরা এই রং তেমন পছন্দ করেন না। ব্যক্তি ও বয়সভেদে কালো রঙের প্রতি দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়।”  

তবে শুধু পোশাকের রং দিয়ে একজন মানুষের ব্যক্তিত্ব বা মানসিক শক্তি পুরোপুরি বিচার করা সম্ভব নয়। পোশাকের চেয়ে বড় বিষয় হলো ব্যক্তির স্বাচ্ছন্দ্য, দেহভঙ্গি, বাচনভঙ্গি, জ্ঞান ও আচরণ। কালো পোশাক পরা ব্যক্তিরা যেমন আত্মবিশ্বাসী ও গোছানো হতে পারেন, তেমনি অন্য রঙের পোশাক পরা ব্যক্তিরাও একই গুণের অধিকারী হতে পারেন।  

শেষ কথা:
কালো পোশাক শুধু একটি রং নয়, এটি ব্যক্তিত্বের প্রকাশও বটে। যিনি কালোকে ভালোবাসেন, তিনি নিশ্চয়ই আত্মপ্রত্যয়ী ও স্বাধীনচেতা। তবে পোশাকের রং যাই হোক না কেন, মানুষের মূল্যায়ন হওয়া উচিত তাঁর আচরণ, জ্ঞান ও ব্যক্তিত্বের মাধ্যমে। কালো পোশাক হোক বা অন্য কোনো রং, স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসই হলো আসল সৌন্দর্য।