জীবনযাত্রা কেনাকাটা ও ভ্রমণ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেই লিটনদের জন্য বড় সুখবর

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৩-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৫

মাত্র ক’দিন আগেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল বাংলাদেশ। সেই হতাশা এবার দারুণভাবে ঘুচিয়ে দিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। ঘরের মাঠে মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক দল।

প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ৮ রানের জয় এনে নেয় বাংলাদেশ। এর মাধ্যমে টাইগাররা ২-০ ব্যবধানে এগিয়ে গেছে এবং সিরিজ জয় নিশ্চিত করেছে। তবে সিরিজ এখানেই শেষ নয়। বৃহস্পতিবারের (২৪ জুলাই) তৃতীয় ও শেষ ম্যাচ জিততে পারলে বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতির বড় সুযোগ।

বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ২২০। অন্যদিকে ৯ নম্বরে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২২৩। যদি বাংলাদেশ পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে, তাহলে টাইগারদের রেটিং বেড়ে দাঁড়াবে ২২৩ পয়েন্টে। সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের হিসাবে বাংলাদেশ আফগানিস্তানকে পেছনে ফেলে উঠে আসবে নবম স্থানে।

অন্যদিকে, পাকিস্তান যদি শেষ ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয়, তাহলে তাদের রেটিং পয়েন্ট চার পয়েন্ট কমবে। তবুও তারা আপাতত ৮ নম্বর স্থান ধরে রাখতে পারবে। তবে শেষ ম্যাচে পাকিস্তান জয়ী হলে দুই দলের র‌্যাঙ্কিং ও রেটিং অপরিবর্তিত থাকবে।

বিশ্বকাপের আগে এই ধরনের র‍্যাঙ্কিং উন্নতি শুধু পরিসংখ্যানেই নয়, আত্মবিশ্বাসেও বাড়তি জ্বালানি যোগ করবে টাইগারদের। তাই শেষ ম্যাচটি শুধুই নিয়মরক্ষার নয়—এটি বাংলাদেশের জন্য বড় একটি সুযোগ নিজেদের অবস্থান মজবুত করার।

বাংলাদেশ যদি জেতে, তাহলে সম্ভাব্য অর্জন হবে:

রেটিং পয়েন্ট: ২২০ ➝ ২২৩

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং: ১০ ➝ ৯

আফগানিস্তান: ৯ ➝ ১০

এখন দেখার পালা, লিটন দাসের নেতৃত্বে কি টাইগাররা শেষ চেষ্টাটুকুও সফলভাবে সম্পন্ন করে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারে?

উত্তেজনার পারদ চড়া, টাইগারভক্তদের চোখ এখন মিরপুরের শেষ লড়াইয়ে।