সকল খবর দেশের খবর

কেন ব্যবস্থা নিচ্ছে না অপরাধীদের বিরুদ্ধে, তা সরকারের কাছেই প্রশ্ন: তারেক রহমান

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১২-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে বারবার বলা হলেও এখনো পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। কেন এ বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে না, সেই প্রশ্ন সরকারেরই কাছে রাখেন তিনি।

শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে 'জুলাই অভ্যুত্থানে' নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “তিন মাস আগে বিএনপি জুলাই সনদ উপস্থাপন করে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছে। এখন সেই সনদ বাস্তবায়ন হবে কি না, তা সম্পূর্ণভাবে সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি, যারা অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।”

বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, কিছু গোষ্ঠী ইস্যুবিহীন বিষয়কে ইস্যু বানিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। “আমরা লক্ষ্য করছি, প্রশাসনের ভেতর এখনো বিগত সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি সক্রিয়ভাবে কাজ করে চলেছে, যারা সুস্থ রাজনীতিকে বাধাগ্রস্ত করছে,” বলেন তিনি।

তারেক রহমান আরও দাবি করেন, “বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কারা সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে, তা আমাদের জানা আছে।”

সভায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। একই সঙ্গে রাজনৈতিক সংকট নিরসনে সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।