সকল খবর দেশের খবর

লন্ডনে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নিচ্ছেন ড. ইউনূস

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১২-৬-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১০৯

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে যাচ্ছেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের ঐতিহ্যবাহী সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান, রাজা চার্লস নিজেই অধ্যাপক ইউনূসের হাতে পুরস্কারটি তুলে দেবেন। বর্তমানে অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

পুরস্কার গ্রহণ ছাড়াও অধ্যাপক ইউনূসের ব্যস্ত কর্মসূচি রয়েছে আজ। তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে হাউস অব কমন্সে স্পিকার স্যার লিন্ডসে হোয়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ারও কথা রয়েছে।

উল্লেখ্য, ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ ব্রিটেনের একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা, যা সমাজে শান্তি, সহাবস্থান এবং সামাজিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্বদের দেওয়া হয়। অধ্যাপক ইউনূস এই সম্মাননার মাধ্যমে আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন।