সকল খবর দেশের খবর

পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি পেলেন অধ্যাপক ইউনূস !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৯-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭৩

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লেটার্স (ডি. লিট) ডিগ্রি প্রদান করেছে। শনিবার (২৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনূস। এ সময় তিনি সমাজ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও সামষ্টিক অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। তার গবেষণা ও গ্রামীণ ব্যাংকের মতো সামাজিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে এই ডিগ্রি প্রদান করা হয় বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।  

অধ্যাপক ইউনূস গত বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  

চলমান সফরে তিনি চীনের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করেছেন। চার দিনের সফর শেষে শনিবারই তিনি বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে।  

উল্লেখ্য, নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচন ও সামাজিক ব্যবসার মডেলের জন্য পরিচিত। তার কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে বহুবার স্বীকৃত হয়েছে। পিকিং বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত এই সম্মানসূচক ডিগ্রি তার অনন্য অবদানেরই স্বীকৃতি বলে মনে করছেন বিশ্লেষকরা।