অনিন্দ্য আড্ডা কবিতা

প্রত্যূহ

মোস্তাফিজুর রহমানের কবিতা

প্রকাশ : ১-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১৫১

সময় আসলে কী?
সূর্যের চারপাশে অক্লান্ত ঘোরাই কী সময়?
তাহলে গ্রহানুপঞ্জ, গ্যালাক্সি বা মহাশূন্য
স্থানভেদে সবার সময়ের গণিত কী আলাদা?
.
এই যে মহাকাশ, ব্ল্যাকহোল, শূন্যতার
অসীমতায় প্রাকৃতপন্থি ডার্ক ম্যাটার
-তারা কি স্থির?
সেখানে ধ্বনিত সময়ের উচ্চারণই বা কী?
সেকেণ্ডে ভাগ করা পার্থিব ঘড়ির কাঁটাই
কি সার্বজনীন সময়ের সূচক?
আর সব সময়ই কি ঘড়িতে ধরা যায়?
.
কেউ বলুন, স্থিতি না গতি, কোনটি সময়!
নিজেকে অতিক্রম করার নাম সময়
না নিজের মধ্যে স্থির থাকার নাম সময়?
.
নিকট ও দূরের এইযে বস্তু ও অবস্তুগত
পারস্পরিক সম্পর্ক,
পারসেক বিবেচনায় আন্তঃনাক্ষত্রিক
ধূলিকণার লৌকিক ও আপেক্ষিক দূরত্ব,
মহাবিশ্ব হতে টেলিস্কোপের পাখিচোখে
দেখা অধর্তব্য তুমি ও আমি
-এসবে ঠিক কতটুকু প্রবাহিত সময়?
.
তাহলে বলুন, আকাশগঙ্গার এই বেহিসাবি
সময় স্রোতে কোথায় কীভাবে বইছে সময়?