অনিন্দ্য আড্ডা কবিতা

শামীম সিদ্দিকীর তিনটি কবিতা

কবি শামীম সিদ্দিকী

প্রকাশ : ২৩-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪১

১. সুরমা রঙের মেয়ে
ভেজা মাটির মতো হয়ে গেলে তুমি
জলের ফোঁটায় যেন উচ্চারিত শব্দমালা
ঝরে পড়ছে তোমার চোখের পাপড়ি
নাকের ডগা ও বক্ষদেশে
নবীন মাঠের মতো শিহরিত
সুরমা রঙের মেয়ে তুমি
আজ এই মেঘমল্লারে...

২. সুরমা রঙের মেয়ে
আমার আজ এতো কষ্ট হচ্ছে কেন, সুরমা রঙের মেয়ে!
নিলক্ষিয়া চরের বিস্তারিত সবুজ প্রান্তরে আজ ব্রহ্মপুত্রের উপচানো প্লাবন
কিভাবে সুচারুরূপে খেলছে দেখ শাওনের টলটলে পানি
তবে কি তোমার সাথে কিছু একটা
কথা ও শরীরে...

৩. সুরমা রঙের মেয়ে
সুরমা রঙের মেয়ে তুমি কি শুশূক!
ব্রহ্মপুত্রের জলে দেখি ডুবে-ভাসে কেবলই তোমার মুখ
পলকের এক মিষ্টি হাসি সুগন্ধটাও যাচ্ছে না এড়ানো
চিকরে-চিবুকে-গালে টলোমলো ঢেউয়ের প্রলাপ
সুরমা রঙের মেয়ে
তুমি মেঘ না-কি মাটির কলস