সার্বিয়ার পার্লামেন্টে মঙ্গলবার এক নজিরবিহীন ঘটনা ঘটেছে, যেখানে বিরোধীদলীয় আইনপ্রণেতারা সরকারের বিরুদ্ধে চলমান শিক্ষার্থী ও জনগণের বিক্ষোভের সমর্থনে স্মোক গ্রেনেড নিক্ষেপ করেছেন। এ ঘটনায় দুই সংসদ সদস্য আহত হয়েছেন এবং এক এমপি স্ট্রোক করেছেন।
গত চার মাস ধরে সার্বিয়ায় শিক্ষার্থীরা সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে, যেখানে কৃষক ও শ্রমিকসহ সাধারণ জনগণও অংশ নিয়েছে। বিরোধী দল এসব আন্দোলনের প্রতি সমর্থন জানাতে সংসদ অধিবেশনে এমন প্রতিক্রিয়া দেখায়। মঙ্গলবারের অধিবেশনে সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যু এজেন্ডাভুক্ত হলে উত্তেজনা চরমে পৌঁছায়। বিরোধী এমপিরা নিজেদের আসন ছেড়ে স্পিকারের দিকে এগিয়ে গেলে, সরকারদলীয় এমপিদের সঙ্গে হাতাহাতি শুরু হয়। এরপর বিরোধীরা স্মোক গ্রেনেড ছোড়ে, ফলে পার্লামেন্ট কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
এই ঘটনাটি সরাসরি সম্প্রচারিত হলে সার্বিয়ার জনগণ স্তম্ভিত হয়ে পড়ে। বিশৃঙ্খলার মধ্যেও স্পিকার সংসদ অধিবেশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন, তবে সরকারের এমপিরা বক্তব্য দেওয়ার সময় বিরোধীরা বাঁশি ও হর্ন বাজিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন।
এদিকে, পার্লামেন্ট ভবনের বাইরে সাধারণ মানুষ শোক পালন করতে জড়ো হয়। গত বছর নবী সাদে রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় শোক জানাতে তারা সেখানে উপস্থিত হয়েছিল। বিক্ষোভের নেতারা আগামী ১৫ মার্চ বেলগ্রেডে বিশাল র্যালি করার ঘোষণা দেন।
এ ঘটনা সার্বিয়ার রাজনৈতিক পরিস্থিতির আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে, যেখানে সাধারণ জনগণ ও বিরোধী দলের কঠোর প্রতিক্রিয়া সরকারকে চ্যালেঞ্জ করছে।