অনিন্দ্য আড্ডা লোক বাংলা

শুক্রবার শিল্পকলা একাডেমিতে হচ্ছে ‘বাংলা আমার উৎসব’, থাকছে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৯

‘শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হোক নতুন প্রজন্ম’ এই স্লোগানকে সামনে রেখে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতিপ্রেমীরা অংশ নেবেন।
সংস্কৃতি চর্চা কেন্দ্র 'বাংলা আমার' বাংলা ভাষা ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে ২০১৭ সাল থেকে বাংলা সংস্কৃতির বিভিন্ন বিষয় সকলের মাঝে ছড়িয়ে দেবার জন্য নিরলস ভাবে কাজ করে করছে। শুদ্ধ সংস্কৃতি চর্চার জন্য একটি নির্ভরযোগ্য সংগঠনের নাম 'বাংলা আমার'। নিয়মিত বিভিন্ন আয়োজনের মাধ্যমে সংস্কৃতি পরিমণ্ডলে সবসময় সরব ভূমিকা পালন করে এই সংগঠনটি।
 
উৎসবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বরেণ্য আবৃত্তিশিল্পী আশরাফুল আলমকে ‘বাংলা আমার সম্মাননা ২০২৫’ এবং প্রতিশ্রুতিশীল সংস্কৃতিকর্মী জয়দেব সাহাকে ‘বাংলা আমার প্রণোদনা ২০২৫’ প্রদান করেছে।
এই উৎসবকে কেন্দ্র করে এবার আয়োজন করা হয়েছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫। এটি জাতীয় পর্ব উৎসব মঞ্চে অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কনে ৮ জন বিজয়ীর হাতে স্বর্ণপদকসহ মোট ৬৮টি পুরস্কার তুলে দেয়া হয়েছে।
 
উৎসবে আরও থাকছে দেশের স্বনামধন্য শিল্পীদের আবৃত্তি পরিবেশনা, কবি কণ্ঠে কবিতা পাঠ, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রদর্শনী, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা।
 
বাংলা আমার-এর উৎসবে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীর পুরস্কার বিতরণ পর্ব দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে এবং সম্মাননা প্রদান পর্ব বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। উৎসব চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।
 
উল্লেখ্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘বাংলা আমার’ বাংলা ভাষা ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে ২০১৭ সাল থেকে বাংলা সংস্কৃতির বিভিন্ন বিষয় সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। শুদ্ধ সংস্কৃতি চর্চার জন্য একটি নির্ভরযোগ্য সংগঠনের নাম ‘বাংলা আমার’। নিয়মিত বিভিন্ন আয়োজনের মাধ্যমে সংস্কৃতি পরিমণ্ডলে সবসময় সরব ভূমিকা পালন করে এ সংগঠনটি।